গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ভালবাসি মিষ্টি ভাষি


ভালবাসি মিষ্টি ভাষি

মোঃ আরিফ হোসেন 

পাখি বুঝি নিজের অজান্তে ভালবাসা খোঁজ করছে


ভালবাসা বলে কিছু আছে কিনা জানিনা। যদি ভালবাসা বলে কিছু থাকত তাহলে তো কেউ না কেউ ভালবাসত।আজ আমাকে কেউই ভালবাসেনি।গতকাল একজন ভালবেসেছিল সেও কোথায় হারিয়ে গেছে তার কোন ঠিক ঠিকানা নাই। 

ভালবাসার সাগরে নাকি অনেক পানি। ঠিক করেছি একদিন ভাল করে  ডুব দিব। তাতে যদি কিছু পানি গায়ে লাগে। শুনেছি একদিন একজন ডুব দিয়ে  কোথায় হারিয়ে গেল তার কোন হদিস পাওয়া যায়নি।এরপর একদিন এক জায়গায় ভেসে উঠল যেথায় কোন পানি ছিলনা।

ভালবাসা নাকি কয়েক রূপে ধরা দেয় : ভূত, পেত্নি, অজগর, আরও কত কি।আমার কাছে যে রূপেই ধরা দেক আমি তাকে জেঁতে ধরব তাতে  যদি সে মানুষ হয়।

ভালবাসা নাকি খালি কলসির মধ্যে থাকতে চায়না, ভরা কলসির মধ্যে রাখতে হয়। আমাকে আজ পর্যন্ত কেউ ভালবাসলনা তানাহলে তাকে ভরা কলসির মধ্যে ভরে রাখতাম, দেখতাম সে কতক্ষণ থাকতে পারে। কথায় আছেনা, যার যেখানে আশ্রয়! 

 ভালবাসা নাকি হাঁটতে  হাঁটতে খায়, হাঁটতে হাঁটতে  পায়খানা করে। আমাকে আজ পর্যন্ত  কেউ ভালবাসলনা।যদি ভালবাসত তাকে আমি হাঁটতে দিতাম, দেখতাম কতক্ষণ পায়খানা করতে পারে । হাঁটতে হাঁটতে খেয়ে পায়খানা করলে সমস্যা কি!

ভালবাসার নাকি হাত, পা, ঠ্যাং, বইর কিছুই নেই।শুধু দাঁত আছে। দাঁত দিয়ে সারাক্ষণ জাবর কাটে। আমাকে কেউ ভালবাসলনা, ভালবাসলে তাকে কিছু গোবর সামনে দিয়ে বলতাম, এবার ভাল করে জাবর কাট!

ভালবাসার নাকি এদেশে কোন জায়গা নেই, সব জায়গা বিদেশে।আমাকে আজ পর্যন্ত  কেউ ভালবাসলনা, ভালবাসলে তাকে বিদেশে কিছু জায়গা কিনে দিতাম, বলতাম এখানে থাক আর যত পারস জায়গার মালিক হ। 

ভালবাসা নাকি হাসে, খেলে, গায়, পস্রাব করে !আজ পর্যন্ত কেউ ভালবাসলনা, তাহলে কিভাবে বুঝব সে পস্রাব করে!

যদি এমন হত ভালবাসা একদিন এসে বলল, এই আমি তোকে ভালবাসি এখন যত পারস নে।আমি এমনভাবে নিতাম যেন ভালবাসার কিছু বাকী  না থাকে। 

আসলে কি ভালবাসা আসবে?  মনে হয় না! তাহলে সে হাসেনা কেন! একটুও হাসেনা!



Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)